লক্ষ্মীপুর জেলাধীন কমলনগর উপজেলার অন্তর্গত ৭ নং হাজিরহাট ইউনিয়নটি অবস্থিত। ইউনিয়নের আয়তন:১৯ র্বগ কিলোমিটার প্রায়।
ইউনিয়নের সীমানা : উত্তরে ৮ নং চর কাদিরা ও ২নং চর লরেঞ্চ,পূর্বে ৮নং চর কাদিরা,পশ্চিমে ৫ নং চর ফলকন,দক্ষিনে ৬ নং চরবাদাম ইউনিয়ন ও রামগতি উপজেলা।
যোগাযোগ ব্যবস্থা পাকা সড়ক ১৮ কি:মি:। গ্রামিণ পাকা সড়ক ৮ কিলোঃ। এইচ বিবি সলিং৪ কিলোঃ।কাঁচা সড়ক ৪৫ কিলোঃ।গ্রামিণ কাঁচা ২৫ কি:মি:।
ইউনিয়নের খানা সংখ্যা ৫,৫০০ টি। ভোটার সংখ্যা ১৬,৫৩২জন।
ইহা একটি মৌজার একটি গ্রাম নিয়ে গঠিত।এর লোক সংখ্যা বর্তমানে প্রায় ৪৮,০০০ জন।
হাট বাজার সংখ্যাঃ মোট বাজার ৩টি। ক)হাজিরহাট খ)করুনানগর গ)খাসেরহাট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস